Raghunathpur college

P.O : Raghunathpur, Dist.: Purulia 723133 (W.B)

Visitor Count: 9192

২০২২ সালে ভর্তির নির্দেশাবলী

Download This Notification: Click Here

রঘুনাথপুর কলেজ
রঘুনাথপুর, পুরুলিয়া
২০২২ সালে ভর্তির নির্দেশাবলী

 

 Honours এর ক্ষেত্রে Subject wise merit list বার করা হবে Program course এর merit list আলাদা করে বেরোবে। 

 ) যারা only Honours option select করবেঃ-

কেবল মাত্র  Honours এর জন্য Registration করলে Honours এর জন্যেই বিবেচিত হবে, Honours না পেলে Program কোর্সে ভর্তি হওয়া যাবে না। 

) যারা both Honours & Program option select করবেঃ-

Program কোর্সে ভর্তি হয়ে থাকলে (honours না পেলে) পরে Internal Counselling এর মাধ্যমে Honours  সুযোগ পাওয়া যাবে, Merit অনুযায়ী যদি সিট খালি থাকে। 

) যারা only Program option select করবেঃ-

একইভাবে Program কোর্সের জন্যে অ্যাপ্লাই করলে Honours এর জন্যে কনভাবেই বিবেচিত হবে না সিট খালি থাকলেও না। 

 যদি কোন ছাত্র তার 1st Preference হিসেবে নথিভুক্ত বিষয়টি Honours হিসেবে পেয়ে যায়, তাহলে পরের কোন Merit List  তার নাম আর আসবে না  বিষয়েই Admission নিতে হবে। যদি 1st Preference Subject এর ক্ষেত্রে 1st Merit List  নাম না আসে কিন্তু 2nd Preference বা 3rd Preference and so on Subject- নাম আসে তাহলে সে  Subject- ভর্তি হতে পারে এবং রে 1st Preference subject- নাম বেরোলে তাকে Upgradation-এর সুযোগ দেওয়া হবে অর্থাৎ সেই নির্বাচিত বিষয়ে ভর্তির সুযোগ পাবে যদি সিট ফাঁকা থাকে। বে এই Upgradation-এর সুযোগ কেবলমাত্র একবারই পাওয়া যাবে এবং Upgradation এর সময় দি Fees Difference থাকে তাহলে সেটা  Student কে Pay করতে হবে 

 Merit list বেরিয়ে যাওয়ার পরে ভর্তি পক্রিয়া শুরু হবে। Online counselling এর জন্যে website টি সবসময় নজর রাখতে হবে। 

 Admission হয়ে যাওয়ার পর কলেজে Original Documents verification বে  সময় কোনরূপ অসঙ্গতি নজরে এলে ভর্তি তৎক্ষণাৎ (কোন information ছাড়াই) বাতিল করা বে।

 ভর্তি পক্রিয়ায় Server, Website এবং Fees জমা দেওয়া সংক্রান্ত কোন সমস্যা দেখা দিলে সেই দিনই অথবা পরের দিন বিকেল পাঁচটার মধ্যে কলেজ Mail-Id (rnpur_coll@rediffmail.com)  তে জানাতে হবে। কেবলমাত্র মেইল মাধ্যমেই অভিযোগ গ্রাহ্য হবে। পরবর্তীকালে বা অন্য কোন মাধ্যমে জানালে তা কনভাবেই বিবেচিত হবে না। 

 For Any Help Contact/WhatsApp with following help line numbers

  1. 9002-584-311 within (12PM - 6PM)
  2. 9832712266  within   (12PM - 6PM)

) Honours to Honours কোন ভাবেই change হবে না upgradation ছাড়া। 

) যেহেতু Admission Online পক্রিয়ায় হবে তাই সময়ের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি না হলে সুযোগ হারিয়ে যাবে। 

১০ সময় থাকতেই সঠিক কলেজে পড়ার সুযোগ নিন।

zoom